আমাদের মুল লক্ষ পারত পক্ষে কোন প্রকার এন্টিবায়োটিকের ব্যাবহার না করে স্বল্প ব্যায়ে স্বাস্থ্য সম্মত প্রানিজ আমিষ উৎপাদনের মাধ্যমে খামারিদের কে লাভবান করা এবং মানব স্বাস্থ্যের জন্য ঝুকি মুক্ত আমিষ সরবরাহ করা।
প্রায় ৮০০০০ হাজার গ্রাম নিয়ে আমাদের বাংলাদেশ । বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বিশেষ করে দরিদ্র জনগোষ্টি আদিকাল থেকে হাঁস, মুরগি লালন পালন করে আসছে।

এই হাঁস মুরগি লালন পালন একদিকে যেমন পুষ্টির ঘাটতি পুরন করে, অন্যদিকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে। ধীরে ধীরে এই গৃহপালিত হাঁস মুরগি আজ দেশের বৃহৎ শিল্পে রূপ লাভ করেছে। বর্তমানে আমাদের দেশে প্রায় ২৭ কোটি মুরগি ও ৫ কোটি হাঁস আছে। শিল্পে রূপান্তরিত এই হাঁস মুরগি বাংলার জনগনের পুষ্টির অন্যতম উৎস আমিষ সরবরাহ, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন সহ অর্থনৈতিক ভাবে দেশ কে স্বাবলম্বী করছে।

ইতিমধ্যে আমাদের দেশে প্রায় ২ লক্ষের মতো বাণিজ্যিক ব্রয়লার ও লেয়ার খামার গড়ে উঠেছে, পাশাপাশি ৮ টি গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম সহ ২০০ এর অধিক ব্রয়লার ও লেয়ার প্যারেন্ট খামার গড়ে উঠেছে, এছাড়া ৫০০ থেকে ৬০০ এর মতো সোনালী প্যারেন্ট খামার গড়ে উঠেছে। এই সব প্যারেন্ট খামার হইতে প্রতি সপ্তাহে ১ কোটি এর বেশি ব্রয়লার বাচ্চা, ২০ লক্ষ এর বেশি লেয়ার ও ৩০ লক্ষ এর বেশি সোনালী বাচ্চা উৎপাদন হচ্ছে। আদিকাল থেকে আমাদের দেশে হাঁস মুরগি লালিত পালিত হয়ে আসলেও ৯০ এর দশক থেকে এটা শিল্পে রূপ নিতে থাকে।

এক সময় আমাদের দেশে প্রচুর হাঁস মুরগি বিভিন্ন অসুখে মারা যেত। ধীরে ধীরে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে থাকে। ফলে উন্নত চিকিৎসা ও উন্নত ঔষধ ও উন্নত খামার ব্যবস্থাপনার কারনে এ দেশের হাঁস মুরগির বিভিন্ন ধরনের অসুখ হতে বাঁচানো সম্ভব হত।

পোলট্রি শিল্পে ঔষধ এর মাত্রা দিন দিন বেরেই চলেছে। দেশের অসংখ্য কোম্পানি বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে বাজারজাত করছে। ব্যাপক আকারে এন্টিবায়োটিকের ব্যাবহারও মানব স্বাস্থ্য এর জন্য ঝুঁকিপূর্ণ। এর ফলে খামারিদের উৎপাদন খরচ ক্রমেই বেড়েই চলেছে। খামারিদের উৎপাদন খরচ কমানো এবং স্বাস্থ্য সম্মত প্রানিজ আমিষ উৎপাদনের লক্ষে হাঁস মুরগির চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহন করা হয়। সেই লক্ষে দীর্ঘ ৭ থেকে ৮ বৎসর

হাঁস এবং মুরগির উপর ক্ষুদ্র আকারে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এই গবেষণাটি সফল পর্যায়ে পৌঁছে যায়। আমরা ঈর্ষানীয় সফলতা অর্জন করি। যদিও কোন ঔষধ কোম্পানির সাথে প্রতিযোগিতা আমাদের উদ্দেশ্য না।